তালায় তালিকায় নাম না থাকায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলো না বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদের

16
তালায় তালিকায় নাম না থাকায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলো না বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদের

এসএম বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি: তালায় মুক্তিযোদ্ধার তালিকায় নাম না থাকায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলো না বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী মোড়লের ।

জানাযায়,উপজেলার মুড়াকলিয়া গ্রামের মৃত:আব্দুল জব্বারের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোড়ল (৭০) গত শুক্রবার আনুমানিক ভোর ৪ টার দিকে স্টোক জনিত কারনে নিজ বাড়িতেই ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি…..রাজিউন)। রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে স্ত্রী,কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার জানাযায় তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, প্রাক্তন কমান্ডার আব্দুস সোবহান সহ স্থানীয় মুক্তিয়োদ্ধা,জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

প্রকাশ,১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিজের জীবন বাজি রেখে দেশকে হায়নামুক্ত করেও তালার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতো। মোহাম্মদ আলী মোড়ল মাত্র ২১ বছর বয়সে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশকে স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধ করেন ৯নং সেক্টরে মেজর জলিলের নেতৃত্বে। জীবনকে বাজি রেখে তখন দাপিয়ে বেড়ান সাতক্ষীরার কালিগঞ্জ, পারুলিয়া, যশোরের রাজারহাট এলাকায়।

যুদ্ধের সে স্মৃতি সারাক্ষণ ভেসে উঠতো তার মানসপটে। মুক্তিযুদ্ধের পর কিছু কাগজপত্র হারিয়ে ফেলায় তার নাম ঐ সময় তালিকাভুক্ত হয়নি। তবে সাবেক উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের প্রচেষ্টায় তার নাম সর্বশেষ যাচাই বাছাইতে তালিকাভুক্ত হলেও আইনী জটিলতায় তা স্থগিত থেকে যায়।

তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দীন বলেন, সর্বশেষ যাচাই বাছাইতে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর নাম ছিল। তবে আইনী জটিলতায় তা স্থগিত থাকার কারনে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো না।এটা একজন মুক্তিযোদ্ধার জন্য দু:খ জনক বিষয় ।