তালায় ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমারের মতবিনিময় সভা

23

ডেস্ক নিউজ: শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে তালায় সংশ্লিষ্টদের সাথে একাধিক মতবিনিময় সভা করেছেন তালার কৃত্বি সন্তান, সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস। তিনি তালা উপেেজলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে উপজলায় প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করেন।

বুধবার সকাল থেকে উপজেলার কুমিরা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, কুমিরা ডাক ঘরের উদ্বোধন, ইসলামকাটি টেকনিনক্যাল কলেজ পরিদর্শন ও মতবিনিময় শেষ তালার মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শ করেন। এসময় কলজের শিক্ষক এবং গভর্নিং বডির সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে কলেজের উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ সহ সচিব অশোক কুমার বিশ্বাসের সফর সঙ্গী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি কলেজ’র সামগ্রিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং কলেজের অধিকতর উন্নয়নে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। পরে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুরুপ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন’র সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, তালা প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুরশিদা পারভীন পাপড়ি, ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, মোজাফ্ফর রহমান, আজিজুর রহমান রাজু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান ও শিক্ষক আব্দুস সবুর প্রমুখ বক্তৃতা করেন।

এ সময় উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়’র শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তিনি তালায় টেলিটকের থ্রি জি প্রযুক্তি চালুকরন সহ তালা উপজেলা ডাকঘর পরিদর্শন করেন।