এসএম বাচ্চু, তালা প্রতিনিধি : ১৫ আগস্ট বাঙ্গালী জাতীর পিতা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে তালা উপজেলায়।
আলোচনা সভায়, ১৫ আগস্ট শোক দিবসে জাতীয় শোক দিবসের পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআনখানী, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গণভোজ স্বাস্থ্য বিধি মেনে করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সোমবার (৯ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল, পাটকেলঘাটা তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ বাবলুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেষ দেবনাথ, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান সুভাষ সেন, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন (রাজু)সহ সকল ইউপি চেয়ারম্যান, সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।


