তালায় জাতীয় ভোটার দিবস ২০২০ পালিত

13
তালায় জাতীয় ভোটার দিবস ২০২০ পালিত

নিজস্ব প্রতিনিধিঃ “ভোটার হয়ে ভোট দেব,দেশ গড়ায় অংশ নেব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা তালা নির্বাচন অফিসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২য়তম জাতীয় ভোটার দিবস ২০২০ পালিত হয়েছে।
তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে, সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্তর হতে বের হয়ে উপজেলা পরিষদ হলরুলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায় এর সার্বিক ব্যবস্থাপনায় ও সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, তালা থানা অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার্স ইনচার্জ ওয়াহিদ মোর্শেদ, তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ও সাতক্ষীরা জেলা বাকসীসের সভাপতি মোঃ এনামুল ইসলাম, তালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক তরফদার, ডাক্তার অজিত পাল, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, ইউপি চেয়ারম্যান প্রভাষক সুভাষ সেনসহ ইউপি চেয়ারম্যানগন, একাডেমী সুপারভাইজার প্রভাষ কুমার দাশ, তালা সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেন, সকল অফিসের প্রধানগন, এনজিও প্রতিনিধি, নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটার মোঃ তরিকুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটার সালমা পারভীন, অফিস সহকারী মোঃ রেজাউল ইসলাম, অফিস সহায়ক আমানত আলী মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।