তালায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে জেলা ডি এফ

21

এসএম বাচ্চ,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালার জালালপুর ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলার ডি এফ রাজু জাবেদ ।

গতকাল জালালপুর ইউনিয়নে মামলায় সকল রেজিষ্টার সহ সকল মামলার নথি পরিদর্শন সহ সরজমিনে তদন্ত করেন । তদন্তে দেওয়ানী ৮১/১৮ নং(প্রাক-বিচারে নিষ্পত্তি) মামলার নথি বের করে মামলার প্রতিবাদী ০৯ নং ওয়ার্ডের দোহার গ্রামের মোঃ জামাল সরদারের সাথে সাক্ষাৎ করতে যান গ্রাম আদালত সহকারীকে ওয়ালিদ হোসেন অপুকে সঙ্গে নিয়ে।তিনি এ উপকারভোগীর সাথে ১ ঘন্টা ১৫ মিনিট কথা বলেন তার মামলার বিষয়ে। মামলার প্রতিবাদী দ্রুত সঠিক বিচার পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

জেলা ডিএফ রাজু জাবেদ জানান, চেয়ারম্যান এম মফিদুল লিটু ও গ্রাম আদালত সহকারী ওয়ালিদ হোসেন অপু সহ সকল ইউপি সদস্যদের সঠিক বিচারের কারনে জালালপুর ইউনিয়নে অল্প সময়ে সল্প খরচে আবেদনকারী ও প্রতিবাদী সঠিক রায় পাচ্ছে । এ ধারা অব্যাহত রাখার জন্য পরামর্শ গ্রাম আদালতের সকল নিয়ম-কানুন দেখে তিনি সন্তোষ প্রকাশ সহ এ উদ্যোগকে দীর্ঘ মেয়াদী করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।