তালায় গলায় রশি দিয় পুলিশ কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যা

29
আত্মহত্যা
আত্মহত্যা

মাে. রিপন হােসাইন : তালা উপজেলার জাতপুর পুলিশ ফাঁড়ির এএসআই আবুল হাশেম আলীর স্ত্রী ফাতেমা বেগম (২৫) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সােমবার (২ জুলাই) বিকাল ৫টার দিকে তেঁতুলিয়া গ্রামের ভাড়া বাড়িতে তিনি আত্মহত্যা করেন। ফাতেমা বেগমের বাবার বাড়ি মেহেরপুরের আমঝুঁপি এবং শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গাদাহ গ্রামে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা ও পাটকেলঘাটা সার্কেল) অপু শাহরিয়ার ও তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনা পরিদর্শন করেছেন। নিহত ফাতেমা বেগমের ৬ বছর বয়সী টুসু নামর একটি কন্যা সন্তান রয়েছে। এদিকে ঘটনার সময় এএসআই আবুল হাশেম বাইরে ডিউটিতে ছিলেন বলে জানা গেছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হবে। তবে কি জন্য তিনি আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ জানা যায়নি।