এসএম বাচ্চু,তালাঃ সকলের মাঝে মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসা নিয়ে পাশে দাঁড়ানোর প্রত্যয়ে তীব্র শীতে রাতের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে ভালোবাসার মঞ্চ। মঙ্গলবার গভীর রাতে তালা সদরের রাস্তার পাশে থাকা অসহায় মানুষ ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রোগী ও তার স্বজনদের মাঝে শীত নিবারণের জন্য প্রায় অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ করেন ভালোবাসার মঞ্চ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাংবাদিক এসএম আকরামুল ইসলাম। সঙ্গে ছিলেন তালা সরকারি কলেজের শিক্ষার্থী এসএম হাসান আলী বাচ্চু,শেখ ইমরান হোসেন, স্বেচ্ছাসেবী শামীম হোসেন, মফিজুল ইসলাম, লতিফুর রহমান, পলাশ খাঁন, জাহিরুল ইসলাম, রিপন সরদার, শামীম হোসেন, আলীম।
চিকিৎসাধীন অসহায়দের রোগীদের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন করেন তালা স্বাস্থ্য কমপেক্সর জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক।
কম্বল বিতরণকালে সকলের জন্য ও সাতক্ষীরার সংরক্ষিত আসনের মনোনয়ন প্রত্যাশী চৌধুরী নূরজাহান মজ্ঞুরের জন্য দোয়া কামনা করে সকলকে সহমর্মিতা আর ভালোবাসা নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহব্বান জানানো হয়।