তালায় ওরশ শরীফের বাস দূর্ঘটনায়,আহত ১০

72
তালায় ওরশ শরীফের বাস দূর্ঘটনায়,আহত ১০

এসএম বাচ্চু,তালা: তালায় ফরিদপুরের ওরশ শরীফ যাওয়ার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৯ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, পাইকগাছা থেকে ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল ওরস শরিফে যাচ্ছিলো যাত্রীরা। বৃষ্টির কারনে রাস্তা পিচ্ছিল থাকায় শাহাপুর বাজারের বটতলা নামক স্থানে ঢাকা মেট্র-ছ ১১-১৭২২ নাম্বার বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লঅগে। এতে বাসটির চালক ১০ জন গুরুতর আহত হয়েছেন । আহতরা হলেন পাইকগাছার রাড়ুলী এলাকার খায়রুল ইসলাম, তালার মাঝিয়াড়া এলাকার হামিদা বেগম সহ ১০ জন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:মেহেদী রাসেল জানান, ওরস শরিফগামী দুর্ঘটনা কবলিত বাসটিতে ২০-২৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।