তালার রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল ও ট্রান্সফরমার এবং শিক্ষকের বাড়িতে চুরি

101

পাটকেলঘাটা প্রতিনিধি:
তালার রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে দুটি এবং এক স্কুল শিক্ষকের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। এতে প্রথমরাতে বিদ্যালয়ের হ্যাজবোল্ট ভেঙ্গে ভেতরে থাকা পানির মটর, ১ টি সিলিং ফ্যান, রান্নার বড় হাড়ি, কড়াই, রাইস কুকার সহ অন্তত ২০ হাজার টাকা মুল্যের বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়। পরবর্তীদিন স্কুল টাইমে দরজা খুলতে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন শিক্ষকমন্ডলী। এ বিষয়ে পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা রাণী চৌধুরী। এদিকে তার পরের রাতে সদ্য নির্মিত নতুন বৈদ্যুতিক সংযোগের ট্রান্সফরমারটি চুরি করে নিয়ে যায় চোর চক্রটি। দীর্ঘ ১ কিলোমিটার দুর হতে বহু কষ্টে নতুন সংযোগের খুটি স্থাপিত হওয়ার পর বিদ্যালয়ে নতুন সংযোগ দিতে আসলে পবিস কর্তৃপক্ষ ট্রান্সফরমার চুরি হয়েছে বলে নিশ্চিত করেন। ইতিমধ্যে পাটকেলঘাটা থানা কর্তৃপক্ষ চোর চক্রটিকে ধরতে তৎপর রয়েছেন বলে থানা সূত্রে জানা যায়। তবে এসকল চুরি স্থানীয় বখাটে উঠতি বয়সের ছেলেরা এবং এ বিদ্যালয়টি নির্জন স্থানে হওয়ায় প্রতিনিয়ত নেশা জাতীয় পান এবং এদের দ্বারা সংঘটিত হতে পারে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা রাণী চৌধুরী।

এদিকে পাটকেলঘাটার রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইফতেখারুল আলমের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কুমিরা মহিলা কলেজ সংলগ্ন নিজ বাড়িতে এ চুরি সংঘটিত হয়। এতে চোরেরা ব্যবহৃত স্পিলিন্ডার মটর সাইকেল নগদ টাকা সহ অন্তত ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এলাকায় হঠাৎ চুরির তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আশঙ্কার ভেতর রয়েছেন এলাকাবাসী।