তালার বরেন্য বীর মুক্তিযোদ্ধাদের বিবৃতি

13
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

এসএম বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি: তালার বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ’র পুত্র তালা উপজেলা সমবায় অফিসের পরিদর্শক অজয় কুমার ঘোষ এর বিরুদ্ধে পরিকল্পিত ভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষে অবস্থানরত থাকায় একটি মহল প্রতিহিংসার ধারাবাহিকতায় অজয় ঘোষকে হয়রানীর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগে বলা হয়েছে।

এঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে তালার বরেন্য বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার সুভাষ সরকার, যুদ্ধকালীন কমান্ডার মাষ্টার আব্দুস সোবহান, তালা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার ও মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সহ ১০জন মুক্তিযোদ্ধা বিবৃতি প্রদান করেছেন।

বীর মুক্তিযোদ্ধাগন বিবৃতিতে বলেন, একটি মহল তাদের হীন উদ্দেশ্য সাধন করতে ব্যর্থ হয়ে প্রতিহিংসার বশবর্তি হয়ে মুক্তিযোদ্ধা সন্তান ও তালা উপজেলা সমবায় অফিসের পরিদর্শক অজয় ঘোষকে সামাজিক, পারিবারিক ও চাকুরির ক্ষতি করার জন্য নানান অপপ্রচার সহ অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা ঘটনাটি দুঃখজন বলে উল্লেখ করেছেন বরেন্য মুক্তিযোদ্ধাগন।