তালার প্রবীণ সাংবাদিক আব্দুল আলীমের দাফন সম্পন্নঃ বিভিন্ন মহলের শোক

22
তালার প্রবীণ সাংবাদিক আব্দুল আলীমের দাফন সম্পন্নঃ বিভিন্ন মহলের শোক

এসএম বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি: তালার প্রবীন সাংবাদিক সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কাফেলার ব্যুরো প্রধান ও তালা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি,সাধারণ সম্পাদক,সি:কার্যকারী সদস্য আব্দুল আলীম (৬০) শুক্রবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু বরন করেছেন (ইন্নাল্লিাহ……..রাজিউন।

তিনি বেশ কিছুদিন যাবৎ ভাইরাস জনিত রোগে ভুগছিলেন। তিনি উপজেলার বারুইহাটি গ্রামের মৃত ছানু মোড়লের ছেলে। মৃত্যুকালে স্ত্রী ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকালে শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাংবাদিক আব্দুল আলীমের নামাজের জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা তালা উপজেলা শাখার সভাপতি এসএম জাহাঙ্গীর হাসান,সাধারণ সম্পাদক কাজী আরিফুল হক ভুলু,সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু সহ সকল নেতৃবৃন্দ ।

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত,উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক এসএম আলউদ্দীন,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধো গাজী আ:জলিল,যুগ্ন-সাধারণ সম্পাদক মীর কাউয়ুম ইসলাম ডাবলু,সাংগঠনিক সম্পাদক জলিল আহমেদ,হাবিববুল ইসলাম হাবিব,জাতীয় ছাত্র সমাজ জেলা কমিটির সি:সহ সভাপতি সাংবাদিক জুলফিক্কার রায়হান, তালা উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম রাজু,সাধারণ সম্পাদক ইউনুচ আলী সরদার প্রমুখ নেতৃবৃন্দ ।