তালায় মুক্তিযোদ্ধা সংসদ
ও সংসদ সন্তান কমান্ডের পক্ষে ১৫ আগস্ট পালিত

24

এস এম সোহাগ রানা : সাতক্ষীরা জেলায় তালা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে ৷সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয় ৷ এরপর মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাতের জন্য মোনাজাত ও দোয়া করা হয়।

শনিবার (১৫ই আগস্ট) উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বর্তমান মুক্তিযোদ্ধা সংসদে দায়িত্ব থাকা তালা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ তারিফ উল- হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, এছাড়া উক্ত দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান। উপস্থিত ছিলেন তালা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন,তালা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়াদ্দার, উপজেলা পরিষদ , উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপস্থিত ছিলেন তারা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু। উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন, উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১২টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক। তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়ান, তালা সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ এসময় উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক শেখ জাহিদুল রহমান লিঠু। এরপর দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে বনভোজের আয়োজন করা হয়।