নারী নির্যাতন নিয়ে এখন উত্তপ্ত বলিউডপাড়া। একের পর এক ফাঁস হতে শুরু করেছে পুরনো ঘটনা। যৌন নিপীড়নের অভিযোগ উঠতে শুরু করেছে বলিউডের খ্যাতিমান সব পুরুষের বিরুদ্ধে।
এত দিন ‘কাস্টিং কাউচের’ দিকে অনেক আঙুল তুলেছেন নির্যাতিতারা। এখন দেখা যাচ্ছে অভিনেতা, লেখক, গায়ক, পরিচালক, প্রযোজক, কোরিওগ্রাফার— সবাই এক একজন মুখোশধারী।
অভিনেত্রীদের যৌন নিপীড়নের ঘটনা নিয়ে যখন সবর বলিমহল, ঠিক তখনই পুরনো ঘটনা সামনে এনে শনিবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।
তিনি বলেছেন, ‘কলকাতা এখন #মিটু সমর্থন করছে। কয়েক বছর আগে যখন আমি প্রকাশ করেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের যৌন হেনস্থার কাহিনী, আমাকে পারলে তারা খুন করে।
যতক্ষণ অন্য লোকের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, ততক্ষণ ঠিক আছে। আমাদের প্রিয় লোকের বিরুদ্ধে কোনও অভিযোগ বরদাস্ত করবো না, ব্যাপারটা এমন।
আনন্দবাজার আমার কলাম সমগ্র বের করেছে। সুনীল সম্পর্কে কোনও কলামে আমার সামান্য কিছু লেখা পেলেও পুরো কলামই ডিলিট করে দিয়েছে। আমি যে মিথ্যে বলিনি সবাই জানে।
কিন্তু প্রিয় শিল্পী সাহিত্যিক বা প্রিয় রাজনীতিকের কোনও কীর্তি কাহিনী ফাঁস করা চলবে না চলবে না। এই হলো সাফ কথা।’