মানিক মোহাম্মদ রাজ্জাক
তবে তাই হোক সড়কের সূচিপত্র খোলা থাক
হাঁটতে হাঁটতে দু চারটে পড়ে যাক দুর্বিপাকে
ঈশ্বরের আহ্বানে উড়ুক আজরাইলের ডানা
আনমনা সংগীতের সুর থেমে যাক মাঝপথে
গাছের ছায়ারা হোক শকুনের স্তন্যে মহাধন্য
কুন্ঠিত কবিতা হোক হায়েনাদের অবশ্য পাঠ্য
স্টেশনের যাত্রী রেখে ছুটে যাক ধাবমান ট্রেন
কাঠের কবন্ধে লিখা থাক লিলিথের অন্ধকার
চুম্বনের রেখাগুলো উড়ে যাক টিস্যুর উত্তাপে
খেয়ালি মনের কোণে পড়ে থাক পুরাতন লাশ
প্রতিশ্রুত কথা হোক হাসপাতালের পূর্ণ শয্যা
লজ্জাবতি লতাগুলো হয়ে যাক পথহারা পথ
তবে তাই হোক আজ প্রেমের পবিত্র ভাষাগুলো
এলোমেলো গল্প হয়ে পড়ে থাক দূর পোতাশ্রয়ে।