ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থীদের উপর রাতভর নির্যাতনের প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুর ১:৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে ১২ টি ছাত্র সংগঠন।
মানববন্ধনে উপস্থিত ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানাই।এসময় নির্যাতনের উপযুক্ত বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হুশিয়ারি দেন তিনি। মঙ্গলবার রাতে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলাকে আবরার হত্যার ঘটনার সাথে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় বলে মনে করেন ডাকসু ভিপি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থী সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র ঐক্য, ছাত্র ফেডারেশনসহ ১২ টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,গত ২১ জানুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ৪ জন শিক্ষার্থীকে শিবির সন্দেহে রাতভর মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।এর প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠন।