আব্দুজ জাহের নিশাদ, ঢাবি : কালের কণ্ঠ শুভসংঘের কার্যক্রম বিস্তৃত পরিসরে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি হলে প্রাথমিকভাবে এ কমিটি গঠন করা হয়।
১১ ডিসেম্বর রোজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এই কমিটি ঘোষণা করা হয়। কালের কণ্ঠ শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ হাসান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম ও সমন্বয়ক আবু হুরাইরা আতিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সম্মানিত সভাপতি হাসান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইরা আতিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আমিনুর রহমান, সহ সম্পাদক ফরহাদ আলীসহ বিভিন্ন হল ইউনিটের সদস্যবৃন্দ।
আটটি হল আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন:
১.শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ইউনিট- আহ্বায়ক:মোঃ মাহদী হাসান মজুমদার, যুগ্ম আহ্বায়ক কাজী আশিকুর রহমান ও মারুফ হাসান। সদস্য সচিব:নিয়ামুল করিম,আবু হাসনাত ও নাসির উদ্দীন সুমন।
২. সলিমুল্লাহ মুসলিম হল ইউনিট – আহবায়ক : আব্দুজ জাহের নিশাদ,যুগ্ম-আহ্বায়ক: আমজাদ হোসেন হৃদয়, সদস্য সচিব: নাঈম আকন্দ।
৩. মাস্টার্দা সূর্যসেন হল ইউনিট-আহবায়ক : ফরহাদ আলী,যুগ্ম -আহ্বায়ক : জসিম উদ্দিন, সদস্য সচিব : নুরুল ইসলাম নুর।
৪.স্যার এ এফ রহমান হল ইউনিট- আহবায়ক: হাসিরুল ইসলাম হাবিব, যুগ্ম-আহ্বায়ক: সাবেত ইবনে কবির,সদস্য সচিব :মোঃ মোফাজ্জল হোসেন।
৫. মুক্তিযুদ্ধা জিয়াউর রহমান হল ইউনিট- আহ্বায়ক : হাসিবুল বাশার,যুগ্ম- আহ্বায়ক :তানভীর আহমেদ, সদস্য সচিব : আব্দুল্লাহ আল মামুন।
৬. হাজী মোহাম্মদ মহসীন হল ইউনিট- আহ্বায়ক : মোস্তফা আল হোসাইন আকিল,যুগ্ম-আহ্বায়ক: সাখাওয়াত হোসেন অভি,সদস্য সচিব : মোঃ নাবিল হাসান।
৭. রোকেয়া হল ইউনিট- আহ্বায়ক :মাসরিফা জাহান শেফা,যুগ্ম-আহ্বায়ক: আফিয়া অন্তরা মিম্মা,সদস্য সচিব : নাদিয়া সরকার শিপু।
৮. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ইউনিট- আহ্বায়ক :তাবাসসুম রেহনুমা রাফি,যুগ্ম-আহ্বায়ক: মোছাঃ লিজা আক্তার,সদস্য সচিব : মোছাঃ মরিয়ম আক্তার।
উল্লেখ্য, উপরের ঘোষিত আহ্বায়ক কমিটিগুলোকে আগামী তিন মাস তথা ৯০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়।