ঢাকায় শিল্পী এবাদুল হক সৈকতের একক সেতার বাদন অনুষ্ঠিত

28

জাহাঙ্গীর হোসেন,সিনিয়র করেসপন্ডেন্ট:
জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে রবিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় দেশের বরেণ্য সেতার শিল্পী এবাদুল হক সৈকতের একক সেতার বাদন অনুষ্ঠিত হয়েছে গতকাল। সদ্য প্রয়াত সঙ্গীতগুরু পদ্মভূষণ অন্নপূর্ণা দেবীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাদন শুরু করেন তিনি।

ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র’র আয়োজনে অনুষ্ঠিত এই সেতার সন্ধ্যায় শিল্পী শুদ্ধ কল্যাণ এবং সিংহেন্দ্র মধ্যম রাগে নিবদ্ধ দুটো বাদন পরিবেশন করেন।