ডুসাকের নেতৃত্বে জসীম এবং আশিক

39

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা ইউনিভার্ডিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কয়রা ( ডুসাক) এর নতুন কমিটি ঘোষিত হয়েছে। নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জসীম উদ্দীন এবং সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান । সাংগঠনিক সম্পাদক হিসেবে এসেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ফুয়াদ হোসেন। গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় ছাত্র পরামর্শক এবং বিগত কমিটির সবাপতি – সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এই কমিটি ঘোষিত হয়।

এই সভায় উপস্থিত ছিলেন ডুসাকের সাবেক সহ সভাপতি আলমগীর হোসাইন এবং সাবেক সভাপতি হাসানুল বান্না। নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেয়া হয় এ সভায়।

ডুসাকের নব নির্বাচিত সভাপতি জসীম বলেন, ডুসাক তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আলোকিত কয়রা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে এ ধারা অব্যহত থাকবে। ইতিমধ্যেই ডুসাক কয়রার শিক্ষা ও সাংস্কৃতিক উৎকর্ষতায় পথিকৃত হয়ে আছে। আমরা সবাই এক হয়ে কাজ করলে একটি আলোকিত এবং সমৃদ্ধ কয়রা গড়া সহজ হবে। আগামী মাসের মধ্যেই ডুসাকের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।