ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

89

মোঃ ফয়জুল হক বাবু : সাতক্ষীরার ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসার মধ্য দিয়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বৃহস্পতিবার সূর্যদয়ের সাথে সাথে বিদ্যালয় প্রাঙ্গনে স্থায়ী শহীদ বেদীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার সুধিজন ও সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে মহান ভাষা শহীদদের পুষ্পস্তাবক অর্পনের মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ৮টায় শহীদদের স্মরণে শোক র‌্যালী এবং ৯টায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের সিনিয় শিক্ষক সুকুমার সরকার, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মোহসিন উদ্দীন, সহকারী শিক্ষক আকলিমা খাতুন, মোঃ ফয়জুল হক, আবুল হাসান, মোঃ মুকুল হোসেন, রেহানা পারভীন ও এলাকার সুধিজন।

এসময় বক্তারা ভাষা আন্দলনের তাৎপর্য কোমলমতি শিক্ষার্থীদের সামনে তুলে ধরে বলেন, পৃথিবীর ইতিহাসে বাংলা ভাষা ব্যাতিত এমন কোন ভাষা নেই যে ভাষার জন্য জীবন দিতে হয়েছে। তাই আমাদের সকলের বাংলা ভাষা ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।

এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ১০ম শ্রেনীর বিতায়া আমিন বিতু, অর্পিতা বিশ্বাস ও ৭ম শ্রেণীর কামিনি। পরে ভাষা শহীদদের রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন বিদ্যালয়েল মাওলানা শিক্ষক মোঃ মোহসিন উদ্দীন।