ডিপজলের মেয়ের বিয়ে

115
ডিপজলের মেয়ের বিয়ে

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ারের বিয়ে হলো। জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে ঘরোয়াভাবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। ওলিজা মনোয়ারের স্বামী অর্পণ পেশায় ব্যবসায়ী। ডিপজল জানিয়েছেন, ‘পারিবারিকভাবে এই বিয়ের কাজ শেষ করেছি। বিয়ের সময় দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন।’

ডিপজল আরও বলেন, ‘অর্পণের পরিবারের অনেকেই দেশের বাইরে থাকেন। তাঁর কয়েকজন আত্মীয় দেশের বাইরে চলে যাবেন। এ কারণে বিয়ের কাজটি সম্পন্ন করেছি। তবে শিগগিরই সবাইকে নিয়ে সুন্দর অনুষ্ঠান করার ইচ্ছা আছে।’

আজ বুধবার ওলিজা মনোয়ার তাঁর ফেসবুক পেজে বিয়ের কিছু স্থিরচিত্র শেয়ার করেছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।