ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন

20

মোঃ নয়ন হোসাইন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবীতে মানববন্ধন করেছে পীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা।
মানবন্ধন চলাকালে বক্তারা বলেন, পীরগঞ্জ মহিলা কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষ পীরগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থীদের সাথে বৈষম্যমূলক আচরণ করে চলছেন যা অত্যন্ত বেদনাদায়ক। এমনকি পীরগঞ্জ মহিলা কলেজের শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়ায় শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার নম্বর কম দেওয়ার হুকমির দেওয়া হয়।

তাই অনতিবিলম্বে আসন্ন এইচএসসি পরীক্ষা পীরগঞ্জ মহিলা কলেজের পরিবর্তে ডিএন ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার দাবী জানায়। শিক্ষার্থীদের দাবী না মানলে পরীক্ষা বর্জন সহ কঠোর কর্মসূচী গ্রহণের হুমকি দেয় বক্তরা।