ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪ জুয়ারু ও ২ মাদক ব্যবসায়ীকে আটক

30
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪ জুয়ারু ও ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।

পীরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাঁশগাড়া গ্রামে জনৈক ইউসুফ আলীর আম বাগানে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় একটি জুয়ার আসর থেকে ৪ জুয়ারুকে আটক করা হয়। এরা হলেন, মিত্রবাটি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে বেলাল হোসেন (৩৬), মৃত আব্দুর সাত্তারের ছেলে আব্দুল বারেক (৪৫), পাড়িয়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আজাদ (৩২), রঘুনাথপুর গ্রামের মৃত ছাপোড় আলীর ছেলে বকুল হোসেন(৪৫)। অপর দিকে পৌর শহরের গুয়াগাঁয়ে জনৈক মোহাম্মদ আলীর পানের দোকানের সামনে থেকে মধ্যগুয়াগাও মহল্লার নুর ইসলামের ছেলে সোহেল রানা (২৫), জগথা গোরস্তান পাড়ার মহির উদ্দীনের ছেলে রতন আলী(২৬) কে ৩৫ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ।

আটক ৬ জনকে বুধবার ঠাকুরগাও আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বেলাল একজন কুখ্যাত জুয়ারু। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তার নেতৃত্বে দীর্ঘদিন ধরে পাড়িয়া এবং বাশগাড়ায় জুয়ার আসর চলে আসছিল। আটক অপর দু’জন মাদক ব্যবসায়ী বলেও জানায় পুলিশ।