ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালিত – ২০১৮

19

মোঃ নয়ন হোসাইন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও পীরগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে পীরগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে বৃহস্পতিবার জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পাইলট উর্চ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে পাইলট উচ বিদ্যালয় হল রুমে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শামিম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রেজাওয়ানুল হক বিপ্লব।

এছাড়াও পল্লী বিদ্যুৎ অফিস প্রাঙ্গনে বিদ্যুৎ মেলা আয়োজন করা হয়েছে। বিশেষ সেবাদান কর্মসূচিও পালন করা হছে। ০৭-০৮ সেপ্টম্বর – ২০১৮,শুক্রবার ও শনিবার
১। রকেয়া আদায়ে গ্রাহক কে উদ্বুদ্ধ করন।
২। অবৈধ সংযোগ বিছিন্ন অভিযান।
৩। বিশেষ টিম গঠনের মাধ্যমে গ্রাহক অভিযোগ নিরসন।
৪। এক অবস্থান সেবান মাধ্যমে গ্রাহক কে বিশেষ সেবা প্রদান।