ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ট্রাফিক পুলিশর কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা পুলিশের এডিশনাল এস পি মঈনুল ইসলাম

84

মো: আজিজুল ইসলাম(ইমরান)সাতক্ষীরা সদরঃ
নিরাপদ সড়কের দাবীতে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্পটে ট্রাফিক সপ্তাহ চলছে। ইতিমধ্যে আরও তিন দিন বর্ধিত করা হয়েছে ট্রাফিক সপ্তাহ। সপ্তাহ শেষে জেলার ট্রাফিক পুলিশ বিভিন্ন অভিযোগে মোট ১ হাজার ৮৫ টি মামলা করেছে । সাধারণ মানুষের মধ্যে আইন মানার প্রবনতা তৈরি হলেও ব্যতিক্রম ছিলো কিছু মানুষ।

অন্যদিকে, ট্রাফিক পুলিশকে দিনভর সহযোগিতা করেছে রাভার স্কাউট ও বিএনসিনি। আজ রবি বার সাতক্ষীরা ইটাগাছা ইয়ামাহা মটর সাইকেল শোরুম এর সামনে ট্রাফিক সপ্তাহ কার্যক্রম পরিদর্শন করেন জেলা পুলিশের এডিশনাল এস পি মঈনুল ইসলাম। তিনি বলেন ৩টা থেকে বেলা ৬টা পর্যন্ত নিজে দাড়িয়ে থেকে মোটরযানের কাগজ পত্র চেক করেন।

এই সময় তার উপস্থিতিতে মোট ৪৫টি মামলা প্রদান করা হয়। ড্রাইভিং লাইসেন্স না থাকা, ইনসুরেন্স¯না থাকা, হেলমেট না থাকা ইত্যাদি কারনে এই মামলাগুলো দেয়া হয়েছে। তিনি বলেন সাধারণ মানুষ সচেতন হলে আমাদের পক্ষে কাজ করা সহজ হবে। সড়ক হবে নিরাপদ। সড়কে ঝরবে না আর নিষ্পাপ প্রাণ।

এই সময় আরো ২০০ মটরযান চেক করা হয়। যাদের কাগজপত্র সঠিক ছিল তিনি তাদের অভিনন্ধন জানান। তিনি সাধারণ মানুষদের মটরযানের প্রয়াজনীয় কাগজ পত্র সম্পর্কে ধারণা প্রদান করন।

তিনি আরও বলেন আমাদর সীমিত জনবল দিয়ে আমারা আমাদের সাধ্যমত কাজ করে যাচ্ছি । এই সময় তার সাথে ছিলেন ট্রাফিক সার্জেন মোসারাফ হোসেন,টি এস আই আব্দুল হাই,টি এস আই জাহিদুল ইসলাম,এ টি এস আই নাসিরুল ইসলাম ,সাংবাদিক আজিজুল ইসলাম সহ আরও অনেকে।