রংপুর সংবাদঃ গত বুধবার বিকেল ৩টার দিকে মধ্যপাড়া-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কের ভোনানীপুর নামক স্থানে দ্রুতগামী এক ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে দু’মোটর সাইকেল আরোহী প্রেমিক যুগলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃর্ত্যু আলিম উদ্দিন এর কলেজ পড়ু–য়া ছেলে ফাইম উদ্দিন (২৪) ও একই ইউনিয়নের হরিচরণশীল গ্রামের শহীদুল হকের কলেজ পড়ু–য়া কন্যা রিতা আক্তার (২০)।
তারা দু’জনে একে অপরকে ভাল বাসে। সেই সুবাদে দু’জনে মোটর সাইকেল যোগে গতকাল মঙ্গলবার সকালে নবাবগঞ্জের স্বপ্নপুরে বেড়াতে যায়। বিকেল ৩টার দিকে মধ্যপাড়া-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কের ভোনানীপুর নামক স্থানে আসা মাত্রই ওই দু’মোটর সাইকেল আরোহীকে দ্রুতগামী এক ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হয় এবং মোটর সাইকেলটি দুমড়ে- মুচড়ে যায়।
মিঠাপুকুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দু’জনকে উদ্ধার করে এবং দূঘটনা কবলিত ট্রাকটি থানায় নিয়ে আসে যার নম্বর বগুড়া-ট,১১-১৩২৬। এ ব্যপারে মিঠাপুকুর থানায় একটি মামলা হয়েছে।