টেকনাফে প্রবল বর্ষনে ক্ষতিগ্রস্তদের জন্য ২০০ টন চাল বরাদ্ধ

15
টেকনাফ
টেকনাফ

তারেক আজাদ, কক্সবাজার প্রতিনিধি : প্রবল বর্ষনে ক্ষতিগ্রস্তদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় টেকনাফ উপজেলায় ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। বরাদ্দকৃত উক্ত চাল ১০ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ কেজি করে বিতরণ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

২৭ জুন সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, টেকনাফ পৌরসভার ১ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ২০ মেট্রিক টন, ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়নের ১ হাজার ৭০০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৩৪ মেট্রিক টন, ২নং হ্নীলা ইউনিয়নের ১ হাজার ৬০০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৩২ মেট্রিক টন, ৩নং টেকনাফ সদর ইউনিয়নের ২ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৪০ মেট্রিক টন, ৪নং সাবরাং ইউনিয়নের ২ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৪০ মেট্রিক টন, ৫নং বাহারছড়া ইউনিয়নের ১ হাজার ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ২৪ মেট্রিক টন, ৬নং সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নের ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ১০ মেট্রিক টন।