ঝিনাইদহ জেলায় উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

57
ঝিনাইদহ জেলায় উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহের ৪ উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছে প্রার্থীরা। মঙ্গলবার সকাল থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করে।

জেলা নির্বাচন অফিসসহ সদর, শৈলকুপা, হরিণাকুন্ডু, কালীগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকতাদের কাছে এ মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। এ সময় সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন তারা হল ঝিনাইদহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওয়ামী লীগ মনোনীত এ্যাডঃ আব্দুর রশীদ ও সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান স্বতন্ত প্রার্থী জে এম রশীদুল আলম রশীদ,।

ভাইস চেয়ারম্যান পদে ৩ জন তারা হল জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক রাশীদুর রহমান রাসেল, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নুরে আলম বিপ্লব, পলাশ কুমার বিশ্বাস। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন তারা হল সদর উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন আওয়ামীলীগ নেত্রী মাহফুজা খাতুন, আরতী দত্ত ও রেবেকা সুলতানা।

অনুরুপ ভাবে শৈলকূপা উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন তারা হল আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ারর্দার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ।

ভাইস চেয়ারম্যান হিসাবে ৫ জন তারা হল উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদুন্নবী কালু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স,ম রানাউজ্জামান বাদশা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ ওঝিনাইদহ কলেজের সাবেক ছাত্রলীগ নেতা শিহাবুজ্জামান শিহাব।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন তারা হলো বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, পৌর কাউন্সিলর নিলুফা ইয়াসমিন, শাফিয়া খাতুন ও রীনা পারভিন।

এছাড়াও অন্যান্য উপজেলায় উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান পদপ্রার্থী, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।

আগামী ২৮ ফেব্রুয়ারি যাচাই-বাছাই, ৭ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার ও ৮ মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ জেলার সদর, হরিণাকুন্ডু, শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।