সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : পাঁচশত পিস ইয়বা মাদকসহ দুইজনকে আটক করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। অটককৃতরা হলো মাগুরা জেলার শ্রীপুর থানার শাপলগাছা গ্রামের আসমত শেখ এর ছেলে টিটু শেখ ও যশোরের চৌগাছা উপজেলার স্বরুপপুর গ্রামের মকবুল খানের ছেলে বাবুল খান।
সোমবার রাতে ঝিনাইদহ শহরের বাস টার্মিনালে চেক পোষ্ট বসিয়ে কাঁচামাল ভর্তি পিকাপ ভ্যান তল্লাসি করে ৫’শ পিচ ইয়াবাসহ বাবুল খান (২৫) ও টিটু শেখ (২১) নামের ঐ দুই ব্যাক্তিকে আটক করে ঝিনাইদহ থানা পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে যশোর চৌগাছা এলাকা থেকে কাঁচামাল ভর্তি একটি পিকাপ ভ্যানে মাদকের একটি রড় চালান ঢাকায় যাচ্ছে। এমন সংবাদে শহরের বাস টার্মিনাল এলাকায় পুলিশ চেকপোষ্ট বসানো এবং ঢাকা মেট্টো ড-১৪- ৬২১৯ গাড়িটি তল্লাশি করে ৫’শ পিচ ইয়াবা পাওয়া যায়। গাড়িটির চালক এবং চালকের পাশে বসে থাকা লোকটিকে আটক করা হয়। মাদক বহনকারী পিক আপটিও জব্দ করা হয়।