ঝিনাইদহে ২১ শে ফেব্রুয়ারির গভীর রাতে সন্ত্রাসী হামলায় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সহ আহত ৪

13

সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহ শহরের হাসপাতাল সংলগ্ন হামদহ এলাকায় ২১ শে ফেব্রুয়ারির গভীর রাত দেড়টার দিকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এ সময় সন্ত্রাসীদের হামলায় হামদহ শান্তি নগর পাড়ার মৃত তফসের মণ্ডলের ছেলে ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী( ৪৫) ও আইয়ুব আলীর বড় ভাই চেরাকআলী মণ্ডল ( ৫৬) এবং আইয়ুব আলীর ছেলে সাগর মণ্ডল (২৫) সহ ৪ নং ওয়ার্ড যুব লীগের সাধারন সম্পাদক আহত হয়। আহতরা বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

হাসপাতালে আহত আওয়ামীলীগ নেতা আইয়ুব আলী বলে যে আমারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১২টা এক মিনিটে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প মাল্য অর্পণ শেষে হামদহ হাসপাতাল গেটে আওয়ামীলীগ ৪ নং ওয়ার্ড অফিসে বসে ছিলাম এই সময়ে কিছু সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায় ও আওয়ামীলীগ অফিস ভাঙচুর করে। তবে কয়েকদিন আগে একটি গ্রুফ হাসপাতালে সিডিউল ঠেকাচ্ছিল এই সময়ে তাদের বাধা অতিক্রম করে আমরা সিডিউল ক্রয় করি এই কারনেই আমাদের উপর এই হামলা হয়েছে বলে সে দাবী করে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান খান হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলে যে ঘটনা ঘটার পর আমি ঘটনা স্থানে গিয়েছিলাম। এখন পরিস্থিতি শান্ত তবে কেউ আমাদের নিকট কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।