সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর সড়ক দুর্ঘটনায় সানজিদা মোস্তফা সুমি (৩২) নামের এক নারী নিহত হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত সুমী শৈলকুপা উপজেলার ডাঙ্গিপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী ও ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, দুপুরে গাড়াগঞ্জ এলাকা থেকে মটর সাইকেল যোগে খালাতো ভাইয়ের সাথে ঝিনাইদহ আসছিল সুমি। পথিমধ্যে ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বাস হর্ণ বাজালে সুমী মোটর সাইকেল থেকে লাফ দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে গুরতর আহত হয়।
সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।