সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ১৯৭১ সালের ১৭ ই এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। পরে বৈদ্যনাথ তলায় নাম পরিবর্তন করে মুজির নগর রাখা হয়।
বাংলাদেশ সরকার গঠনের প্রথম দিন ১৭ই এপ্রিল মুজিব নগর দিবস হিসাবে পালন করা হয়। মুজিব নগর দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে ঝিনাইদহ জেলা ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি ১৭ ই এপ্রিল সন্ধ্যা ৭ টায় নিজ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় ঝিনাইদহ জেলা ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডঃ লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা করে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা সহ সভাপতি অ্যাডঃ আজিজুর রহমান, ন্যাপ ঝিনাইদহ জেলার সভাপতি ও জেলা ঘাদানির সহ সভাপতি সাবেক অধ্যক্ষ খন্দকার হাফিজ ফারুক,
জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাছুদ আহামেদ সঞ্জু, গন সংহতি আন্দোলনের ঝিনাইদহ জেলা সমন্ময়ক নজরুল ইসলাম, ঝিনাইদহ জর্জ কোর্টের পিপি অ্যাডঃ ইসমাইল হোসেন, জেলা ঘাদানির সাংস্কৃতিক সম্পাদক এস এম মিলন, তথ্য গবেষণা সম্পাদক নাজির উদ্দিন, অর্থ সম্পাদক বাবুল আজাদ, সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক রাজ আহামেদ মিজান, জি এম সি কলেজের অধ্যক্ষ বাবুল আখতার প্রমুখ।
আলোচনা সভাটি পরিচালনা করে ঝিনাইদহ জেলা ঘাদানির সাধারন সম্পাদক কেন্দ্রীয় সদস্য ফুরসন্দী ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডঃ আব্দুল মালেক মিনা।