ঝিনাইদহে কোটচাঁদপুর উপজেলার ৪০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ, শিক্ষা কার্যক্রম ব্যহত

417
ঝিনাইদহে কোটচাঁদপুর উপজেলার ৪০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ, শিক্ষা কার্যক্রম ব্যহত

সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে ৪০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ, শিক্ষা কার্যক্রম ব্যহত। ঘটনাটা ঘটেছে, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায়। ১৬ই ফেব্রুয়ারি রোজ শনিবার কোটচাঁদপুর উপজেলার গ্রাম থেকে সংবাদের ভিত্তিতে জানা যায় যে এক অজ্ঞাত কারন বসত উপজেলার প্রায় সবগুলি প্রাথমিক বিদ্যালয় বন্ধ আছে। শিক্ষার্থীরা সকালে বিদ্যালয়ে গিয়ে বন্ধ পেয়ে বাড়িতে ফিরে এসেছে।

এই ঘটনা সরেজমিনে জানতে কোটচাঁদপুর উপজেলার তারিনা তালতলা, গুড়পাড়া, বলরাম পুর, রুদ্রপুর, কোটচাঁদপুর পৌর মডেল, ফুলবাড়ি, কুশনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে স্কুলগুলি তালা বন্ধ অবস্থায় পাওয়া যায়। কি কারনে স্কুল বন্ধ তার কোন নোটিশ পাওয়া যায় না। সকাল বেলা তারিনা তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসা শিশুদের সাথে কথা বলে জানা যায় যে গত কাল শুক্রবারে শিক্ষকেরা পিকনিকে গিয়েছিল। তবে আজ শনিবার কোন স্যার স্কুলে আসেনি।অনেকে স্কুলে এসে স্কুল বন্ধ পেয়ে বাড়ি ফিরে গেছে।

এই প্রসঙ্গে কোটচাঁদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান জানায় যে ৪০ টি স্কুলের শিক্ষকেরা শিক্ষা সফরে গিয়েছিল, তাই তাদের সংরক্ষিত ছুটির অংশ হিসাবে ছুটি নিয়েছে। সে আরও জানায় যে বাদ বাকি স্কুল গুলি খোলা আছে যেমন এলাঙ্গি, তালসার ও পৌর বালিকা বিদ্যালয় খোলা আছে তালসার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা পাওয়া গেলেও এলাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে মোবাইলে কথা বলে জানা যায় যে তাদের প্রথমে স্কুল বন্ধ করতে অনুমতি প্রদান করে পরে আবার স্কুলে শিক্ষকদের বেলা ২ টা পযুন্ত থাকার নির্দেশনা দেয় কিন্ত শিক্ষকেরা বিভিন্ন জাইগায় চলে যাওয়ায় স্কুলে আসা সম্ভব হয়নি।

ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আখতারুজ্জামান বলে যে এক যোগে ৪০ টি স্কুল সংরক্ষিত ছুটি দেওয়ার নিয়ম নেই। উপজেলা শিক্ষা অফিসার আমাকে জানালে আমি নিষেধ করেছি এবং ছুটি দিলে যদি কিছু হয় তার দায়িত্ব আমি নেব না। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কি ভাবে ছুটি দিল সেই ঘটনা বলতে পারবে প্রয়োজনে আপনি তার নিকট জানতে পারেন।