জ্যামে যৌন নিপীড়নের চেষ্টা, যুবককে ধরে গণপিটুনি (ভিডিওসহ)

19
জ্যামে যৌন নিপীড়নের চেষ্টা
জ্যামে যৌন নিপীড়নের চেষ্টা

রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট সিগনালে জ্যামে আটকে থাকা একটি প্রাইভেটকারে যৌন নিপীড়নের চেষ্টাকালে হাতে নাতে ধরা পড়েছে এক যুবক। জনতা যুবককে ধরে গণপিটুনি দিয়েছে। অভিযুক্ত যুবকের গাড়ির নাম্বার ঢাকা মেট্রো গ-২৯-৫৪১৪। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ঘটনা গতকাল শনিবার রাতের।

মো. রাফি নামে একজন তাঁর ফেসবুক আইডিতে ঘটনার ভিডিও আপলোড করে লিখেছেন, তিনি অফিস থেকে ফেরার পথে সামনের গাড়িতে লক্ষ্য করে দেখেন ভেতরে একটি ছেলে ও একটি মেয়ে ধস্তা-ধস্তি করছে। গাড়ির ড্রাইভার এর গাড়ি চালানোর ভঙ্গিমা দেখে মনে হচ্ছিলো, সে গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু রাস্তায় তীব্র জ্যাম থাকায় গাড়িটি বেশি দূর যেতে পারেনি| এমন সময় তিনি ও আরো কিছু লোক গাড়িটির দিকে এগিয়ে যান এবং যুবককে হাতেনাতে ধরেন। এরপর জনতা যুবক ও ড্রাইভারকে গণপিটুনি দেয়।

প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে জানা গেছে, যুবকটি মাতাল ছিল। সে মেয়েটিকে রাস্তা থেকে জোড় করে তুলে নেয়।

ভিডিও দেখুন