জৈষ্ঠ্যের রসালো ফলে ভরে গেছে পাটকেলঘাটা

25

নিজস্ব প্রতিনিধি :দক্ষিণাঞ্চলেরঐতিহ্যবাহী পাটকেলঘাটা বাজারে রসালো ফলের সমারোহে ভরে গেছে। বাজারের চর্তুপাশজুড়ে যেন জৈষ্ঠ্যের রসালো ফলের অবাধবিস্তার। প্রখর রোদ্রের মধ্যে দিন শেষে ইফতার পার্টিতে যেন রসালো ফলের জুড়ি নেই।সরেজমিনে গত বুধবার পাটকেলঘাটা সহ আশপাশের বাজার ঘুরে দেখা যায়, বাজার জুড়ে জৈষ্ঠ্যের রসালো ফলের চিত্র। বাজারেরভেতরে বাইরে চর্তূপাশ জুড়ে আম, জাম, কাঠাল,কলা, জামরুল, লিচু, বেল সহ হরেক রকমের ফলের দেখা মেলে।

সাধারণত বৈশাখ থেকে অদ্যবধিবাজারে ফল থাকলেও রীতিমতো এ সময়টিতে সোরগোল পড়ে যাওয়ার মতো। বিক্রেতার সংখ্যা যেমন বেড়ে গেছে তেমনি ক্রেতার সংখ্যাও কম নয়। গত কয়েকদিন ধরে জৈষ্ঠের খরতাপে মানুষগুলো সারাদিনের কঠোর পরিশ্রমের মধ্যে যেন হাপিয়ে উঠছেন। তারমধ্যে মাহে রমজানকে সামনে রেখে সারাদিন রোযা রেখে রসালো ফল শরীরের জন্য বেশি দরকার বলে মনে করছেন সকলে।কেননা সারাদিন না খাওয়া পেটে ভাজা পোড়ায় নানা রোগের প্রার্দূভাব ঘটছে। এ কারণে রসালোফলকে সকলে ইফতারির অংশ হিসেবে প্রাধান্য দিয়ে চলেছেন। পাটকেলঘাটার ফল ব্যবসায়ী ইফসুফ, মজিবর জানান, আম, জাম, কাঠাল, আপেল,আঙ্গুর, আনারস, বেদনা, সহ হরেক রকমের ফলনিত্যদিন ভালোই বেচাকেনা হয়। সারাবছর জুড়ে এদুটি মাসে আমরা আশায় থাকি। মোটামুটি বেচাকেনারপরিমান সন্তোষজনক।

ইফতারির জন্য সকল রোযাদারগণ ফলকে প্রাধান্য দিয়ে ক্রয় করে নিয়ে যাচ্ছেন। ফল কিনতে আসা কুমিরা গ্রামের আব্দুস সালামের পুত্র শহিদুল ইসলাম জানান, পরিবারের ইফতারির জন্য কিছু ফল কিনতে আসলাম। সারাদিন রোযা শেষে ফলই যেন একমাত্র তৃষ্ণা দায়ক। সবমিলিয়ে রসালো ফল পাটকেলঘাটা বাজারে এক মুর্ছনার চিত্র তুলে ধরেছে।