চুয়াডাঙ্গা প্রতিনিধি : জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী বিষেশ অভিযানের মঙ্গলবার রাতে ২০বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি আল আমিন (২৬) গ্রেফতার।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার সীমান্ত এলাকার গোয়ালপাড়া গ্রামের আমির আলীর ছেলে আলআমিন (২৬)।
জানা গেছে, চুয়াডাঙ্গা জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই নাহিরুল ইসলাম, এসআই ওসমান ও এএসআই হাবিব সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কন্দর্পপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলআমিনকে আটক করে তার নিজ তথ্য অনুযায়ি তার বাসার রান্না ঘর থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।