জীবননগর অটো মিলের শ্রমিক বস্তা চাঁপায় নিহত ১, আহত ১

83
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

চুয়াডাঙ্গা প্রতিনিধি: জীবননগর পিয়ারাতলায় সততা এগ্রো ফুড নামের অটো রাইসমিলে বুধবার গভীর রাতে ধানের বস্তার চাঁপা পড়ে ১ শ্রমিক নিহত ও আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহত শ্রমিক নাসির জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।

জীবননগরউপজেলার পিয়ারাতলা গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে নিজাম (৩৯) ও আহত শ্রমিক খয়েরহুদা গ্রামের আয়ুব মন্ডলের ছেলে নাসির উদ্দিন (৩৮) প্রত্যক্ষদর্শী শ্রমিক জাফর বলেন, বুধবার দিবাগত রাত পোনে ৩ টার দিকে মিলের হপারে ধান দেয়ার সময় ধানের লাট ভেঙে বাস্তার নিচে নিজাম ও নাসির চাঁপা পড়ে যায়।

পরে আমরা দ্রুত তাদের উদ্ধার করে আহত অবস্থায় জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি। হাসপাতালের চিকিৎসক আহত নিজনামকে মৃত বলে ঘোষণা করে এবং আহত নাসিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।