জীবননগরে সোনালী ব্যাংকে ডাকাতি

198

নওয়াজ শরীফ পিয়াস, জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জীবননগরে উথলি সোনালী ব্যাংক শাখায় তিন জন ডাকাত গ্রাহক সেজে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যাংক থেকে টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। আজ রবিবার দুপুর ১ঘটিকায় এই ঘটনাটি ঘটে

জানা গেছে উথলি সোনালী ব্যাংক শাখার ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বলেন, দুপুরে তিনজন লোক হেলমেট মাথায় দিয়ে গ্রাহক সেজে ব্যাংকে ঢোকে। তারা প্রথমে ব্যাংকের নিরাপত্তা প্রহরীদের গলায় ধারালো অস্ত্র ধরে জিম্মি করে। পরে সব কর্মকর্তা-কর্মচারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে একটি ঘরে আটকে রাখে। এরপর তারা ব্যাংক থেকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।

এএসপি (জীবননগর সার্কেল) আবু রাসেল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের কাছে থেকে বিস্তারিত শোনা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।