নওয়াজ শরিফ পিয়াস, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা এক সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নতুনপাড়া গ্রামের একটি আম বাগানের ভিতরে ফেন্সিডিল উদ্ধার করে তবে মাদক ব্যাবসায়ীদের কাউকে আটক করতে পারেনি
বিজিবি জানান, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার দুপুরের দিকে নতুনপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকেন অভিযান চলা কালিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,মাদক কাবরারীরা গ্রামের একটি আম বাগানের ভিতর ফেনসিডিল আমদানি করে তা দেশের অভ্যন্তরে সরবরাহ করার পরিকল্পনা করছে।
এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই বাগানো অভিযান পরিচালনা কালে মাদক কারবারীরা বিজিবির তৎপরতা টের পেয়ে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।