নওয়াজ শরীফ পিয়াস, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে বিজিবি-মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলাগুলিতে জসিম উদ্দিন (৩৫) নামক এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। অন্যদিকে এসময় বিজিবি সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা বেশ কিছু ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
জানা গেছে জীবননগর উপজেলার নতুনপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আব্দুল করিম মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনেক ২৩ বোতল ফেনসিডিলসহ একটি আম বাগানের ভিতর থেকে আটক করেন।
গ্রেফতারকৃত জসিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যমতে বিজিবি সদস্যরা মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে নিয়ে ওইদিন রাত একটার দিকে নতুনপাড়া ভড়ভড়িয়া মাঠে জনৈক আব্দুর রহমানের আম বাগানের ভিতর থেকে দু’টি বস্তায় আরো ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
এসময় জসিম উদ্দিনের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে বিজিবিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে বিজিবির দু’সদস্য আহত হয়। এ সময় বিজিবিও আত্ম রক্ষার জন্য পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী জসিম পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক ভাবে আহত হয়। আহত জসিমকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
ঝিনাইদ খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল কামরুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার ব্যাপারে জীবননগর থানায় একটি মামলা করা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলা বলেন, বিজিবি সদস্যরা ঘটনার আগেই মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে ফেনসিডিলের একটি চালানসহ গ্রেফতার করেন এবং তাকে নিয়ে ওইদিন রাতেই আবার মাদক উদ্ধারে গেলে বিজিবি ও মাদক ব্যবসায়ীদের পাল্টাপাল্টি গুলি বর্ষনে জসিম উদ্দিন আহত হয় এবং হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা আছে।