জীবননগরে এক গৃহবধূর কান্ড! 

29
স্বামীর ঘর বাড়ীর আসবাবপত্রসহ মুল্যবান মালামাল ভাংচুর করে নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ
নওয়াজ শরিফ পিয়াস,জীবননগর( চুয়াডাঙ্গা):

জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের এক গৃহবধু স্বামীর অনুপস্থিতির সুযোগে বাড়ী ঘরে থাকা মুল্যবান আসবাবপত্র ও মালামাল ভাংচুর করে নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি মঙ্গলবার সকালে সংঘটিত হয়েছে।

এদিকে গৃহবধু স্বেচ্ছায় বাড়ী ছেড়ে চলে গেলেও পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের বাড়ীতে যায়নি। স্বামীর দাবী তাকে ফাঁদে ফেলতেই আত্মীয় স্বজনদের বাড়ীতে আত্মগোপন করে তাকে হুমকি ধামকী দেয়া হচ্ছে। এ ঘটনায় অসহায় স্বামী আইনের আশ্রয় নিতে প্রস্তুতি নিচ্ছেন।

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়ার ক্লাবপাড়ার মৃত শাহজান আলীর ছেলে ইলেকট্রিসিয়ান মুকুট হোসেন(৩০) বলেন,আমি গত সাত বছর আগে দামুড়হুদা উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল মজিদের মেয়ে নাজিনা খাতুনের(২৫) সাথে বিয়ে করি। আমাদের দাম্পত্য জীবনে ছয় বছর বয়সের মোক্তার হোসেন নামে একটি ছেলে রয়েছে। আমার স্ত্রী অত্যন্ত বিলাসি এবং জেদী প্রকৃতির। তার কাছে আমার চাওয়া-পাওয়ার কোন মুল্য নেই,বরং সে যা বলবে তাই আমাকে করতে হবে। আমি তাকে নিয়ে গত সোমবার আমার দুলা ভাইয়ের বাড়ীতে যাই। কিন্তু সেখানে আমাকে বলে যে আমি তোমার বোনের বাড়ীতে কোন কিছু খাব না বলে চলে আসে। পরবর্তীতে আমি তাকে বাড়ীতে রেখে আবার বোনের বাড়ীতে যাই এবং রাতযাপন করি। এই রাগে ক্ষোভে সে আমার ঘরে থাকা মোটর সাইকেল,প্রয়োজন আসবাবপত্র,ল্যাপটপ,ঘরের দরজা,বাথরুমের দরজা,মিস্ত্রি কাজে ব্যবহৃত যন্ত্রাপাতি,সিলিং ফ্যান ভাংচুর করে এবং আমার জামা কাপড় পুড়িয়ে মঙ্গলবার খুব সকালে চলে যায়। যাওয়ার সময় গয়েশপুর আমার দুলা ভাইয়ের বাড়ীতে যাচ্ছে বললেও সে একটি ইজিবাইকে ওঠে জীবননগরের দিকে চলে যায় বলে প্রত্যক্ষদর্শরা জানান।
এ ঘটনার পর আমি সকালে বাড়ীতে গিয়ে সব কিছু জানতে পেরে আমার শশুর বাড়ীতে খোঁজখবর নিলে তারা প্রথমে জানায় যে সেখানে যায়নি। পরবর্তীতে তাদের আত্মীয়-স্বজনের মাধ্যমে জানতে পারি বেলা ১২ টা সাড়ে ১২ টার দিকে সেখানে গিয়ে পৌছে। এ ব্যাপারে থানায় ডাইরি করার প্রস্তুতি নিচ্ছি।
এ ঘটনায় গোয়ালপাড়ার একাধিক ব্যাক্তি জানিয়েছেন গৃহবধু নাজিনা খাতুন তার ছেলেকে নিয়ে খুব সকালে জীবননগরের দিকে ইজিবাইকে চলে যেতে দেখেছেন।
জীবননগর থানার ডিউটি অফিসার সাইদুল ইসলাম বলেন,ঘটনার ব্যাপারটি জটিল মনে হওয়ায় তা তদন্ত সাপেক্ষে জিডি করা হবে বলে ওসি মহোদয় জানিয়েছেন।