জিপিএ ৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ শিক্ষার্থী

30

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল
পাস করেছে ৮ লাখ ৫৮ হাজার ৮০১ শিক্ষার্থী
শিক্ষা ডেস্ক: চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। গতবারের চেয়ে এবার পাশের হার কমেছে ২ দশমিক ২৭ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৫০% এবং মাদ্রাসায় ৭৮.৬৭%।

এ বছর ১০ বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী। মোট পাশ করেছে ৮ লাখ ৫১ হাজার ৭০১ জন। যা গত বছরের চেয়ে ৫৭ হাজার ৯০ জন বেশি। জিপিএ ৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ শিক্ষার্থী।

সারসংক্ষেপ তুলে ধরে সংক্ষিপ্ত বক্তৃতায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপরোক্ত তথ্য তুলে ধরেন।

রীতি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী। এ সময় মুখ্যসচিব, শিক্ষাসচিব, বিভিন্ন বোর্ডের প্রধানসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন মন্ত্রী।

বেলা দেড়টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd) থেকে ফল জানতে পারবেন।

বেশ কয়েক বছর ধরে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ফাঁসের ব্যাপক অভিযোগ পাওয়া গেলেও এবার প্রশ্ন ফাঁসের কোনো ধরনের অভিযোগ ছাড়াই শেষ হয়েছিল উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা।

উল্লেখ্য, দেশের দুই হাজার ৫৪১টি কেন্দ্রে এই পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।