নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়নে করোনাভাইরাস মহামারির কারনে সরকারি নির্দেশনা মানতে দিনমজুরি করার জন্য বাহির যেতে না পেরে অসহায়ত্বের মধ্যে জীবনযাপন করছিলো এমন কয়েকটি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৪মে) জার্মান প্রবাসী কামাল বিশ্বাসের উদ্যোগে সাংবাদিক ইয়াছিন আলী ও আবু সাইদ অসহায় হতদরিদ্র পরিবারের গুলোর বাড়িতে খাদ্যসামগ্রী পোঁছে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, চিড়া।
অসহায় কয়েকজন জানান, করোনাভাইরাসের কারনে আমরা খুব অসহায়ত্বের মধ্যে জীবনযাপন করছিলাম। কামাল বিশ্বাসের কাছ থেকে খাদ্যসামগ্রী পেয়ে আমাদের খুব উপকার হলো। এ সময় অসহায়ভাবে জীবনযাপন করা পরিবার গুলো জার্মান প্রবাসী কামাল বিশ্বাসের জন্য অন্তরের অন্তর স্থল থেকে দোয়া করেন, আল্লাহর কাছে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।