জাফরুল্লাহ চৌধুরীকে ফিরিয়ে দিল বিকল্পধারা

13

ন্যাশনাল ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর আহ্বান প্রত্যাখান করেছে বিকল্পধারা। দলের নেতারা বলেছেন, একঘরে হলেও ভবিষ্যতে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে কোনো ঐক্যে যাবেন না তারা।

ভারসাম্য রক্ষায় বিএনপিকে এককভাবে ক্ষমতায় না আনার পক্ষে আবারো দৃঢ় অবস্থানের কথা জানান এই নেতারা।

গত শনিবার ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষণায় আমন্ত্রণ পায়নি বিকল্পধারা বাংলাদেশ। এ নিয়ে রাজনীতিতে নতুন এক মেরুকরণ তৈরি হয়। পরে পৃথক সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরে বিকল্পধারা।

জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষণার একদিন পর সোমবার রাতে বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় গিয়ে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেন জোটের অন্যতম উদ্যোক্তা ডা. জাফরুল্লাহ চৌধুরী। নতুন জোটে যোগ দিতে বিকল্পধারাকে আহ্বান জানান তিনি।

তবে বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাহী বি চৌধুরী বলেছেন, বিকল্পধারা ক্ষমতার রাজনীতি করে না, মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে।

জাতীয় ঐক্যফ্রন্ট মানুষের মধ্যে গণজাগরণ তৈরি করতে পারেনি মন্তব্য করে বিকল্পধারা বলছে, ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন পূরণে তারা ব্যর্থ হয়েছে।