বিশেষ প্রতিবেদক
ঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও প্রস্তুতি সভা করেছে সাতক্ষীরা কলারোয়ার ১১নং দেয়াড়া ইউনিয়ন আ.লীগের একাংশ।
সোমবার (৬আগস্ট)সন্ধ্যায় উপজেলার খোরদো বাজারস্থ দেয়াড়া ইউনিয়ন আ.লীগের দলীয় কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে,ইউনিয়ন যুবলীগের প্রতিষ্ঠাতা মোঃ মেহেদী মাসুদের সভাপতিত্বে ওই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, খোরদো পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ সিরাজুল ইসলা,উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা,উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী রুবেল, ইউনিয়ন :তাঁতী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জসিম; ইউনিয়ন, ছাত্রলীগের আহ্বায়ক সানি খান,ইউনিয়ন, যুবলীগ নেতা বাপ্পী, জি এম রিপন,ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুর রহমান মিঠু, যুবলীগ সাধারণ সম্পাদক মেরিনসহ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের আ.লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওই সভাটি পরিচালনা করেন ইউনিয়ন আ. লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ।