জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে শ্যামনগরে সংবাদ সম্মেলন

14

স.ম ওসমান গনী সোহাগ:
“স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগর উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদযাপন কমিটির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ ই জুলাই) সকাল ১০ ঘটিকায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ ফারুক হোসাইন সাগর এর সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার।

সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সকল কর্তব্যরত সাংবাদিকদের সমন্বয়ে এক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক উৎস থেকে চিংড়ী রেনু পোনা ধরা, বিভিন্ন রকম অপদ্রব্য পুশ, বাজারজাতকরণ এবং দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, আমিষের চাহিদা পূরণ, বিভিন্ন বিষয়ে সাংবাদিকরা পর্যায়ক্রমে আয়োজক কমিটির কাছে প্রশ্ন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার সকল সাংবাদিকদের প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করেন । তিনি আরো বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং মৎস্য অধিদপ্তর এর সাথে আলোচনা করে মৎস্য আহরণ এবং বিপণনে আইনগত ব্যবস্থা আরো জোরদার করা হবে। সেই সাথে সাথে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও নদী থেকে অবৈধ রেনু পোনা আহরণের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা শেখ আফজালুল হক , আবু সাঈদ, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাংবাদিক সদ্দার সিদ্দিক, আব্দুল আজিজ, আবু মুসা, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু, সহসভাপতি এম খলিলুর রহমান, স.ম ওসমান গনি সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল, কোষাধ্যক্ষ মোঃ শাহাদাত উল্লাহ, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, আক্তার হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ ফারুক হোসেন সাগর এক সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ বিভিন্ন গৃহীত কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন।