মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য,একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না
বিশেষ প্রতিবেদ
কঃ
সাতক্ষীরা কলারোয়ার দেয়াড়ায় রক্ত দিন জীবন বাঁচান -এই প্রতিপাদ্যকে সামনে রেখে-সমাজসেবা ও মানব কল্যাণ মুলক ফ্রি রক্তদান ক্যাম্পেইন পালিত হয়েছে।
১৫ই আগষ্ট (বুধবার)সকাল ৯টা থেকে উপজেলার খোরদো বাজার মটরসাইকেল স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি, যশোর আহাদ রেডক্রিসেন্ট সোসাইটি রক্তদান ক্যাম্পেইনের পরিচালক মোঃ হাফিজুর রহমানের পরিচালনায় ফ্রি রক্তদানে – স্বেচ্ছায় ২৩ জন রক্তদাতার স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে ২৩ ব্যাগ রক্ত সংগ্রহ হয়েছে বলে জানা গেছে।
জানা যায়,জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রথম বারের মত উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগ শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত খোরদো ক্যম্প আই সি সিরাজুল ইসলামের উদ্বোধনের মাধ্যমে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দেয়াড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন আ. লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম,মেহেদি মাসুদ, আ.লীগ নেতা সোনা মোল্লা,উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী রুবেল,স ম আব্দুল্লাহ, ইসমাইল হোসেন, আলমগীর হোসেনসহ ইউনিয়ন নেতৃবৃন্দ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি আহাদ রক্তদান কেন্দ্র যশোরের সদস্য দল এবং রক্তদাতারা।
উপজেলার খোরদো বাজারে অনুষ্ঠিতব্য সমাজ সেবামূলক স্বেচ্ছায় – ফ্রি রক্তদান ক্যাম্পেইনের আহ্বায়ক সরদার কালাম আথীতিয়তার মধ্য দিয়ে বেলা দুইটার দিকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে ক্যাম্পেইন দলের সদস্যদের বিদায় জানান ।
এদিকে উপজেলাসহ দেয়াড়ার সকল সরকারি – বেসরকারি অফিস,স্কুল, কলেজ,ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠান এবং জাতীয় শোক দিবসের সকল কর্মসূচি পালিত হয়েছে বলে জানা যায়।