জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপির পক্ষ থেকে কেশবপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান

21
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপির পক্ষ থেকে কেশবপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সোমবার দুপুরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কেশবপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু।

সংগঠনের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যশোর জেলা পরিষদের সদস্য আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাসান সাদেক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আশরাফ-উজ-জামান খান, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, নির্বাহী সদস্য কে এম কবির হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ সংবর্ধিত সাংবাদিকদের হাতে ফুল ও উপহার সামগ্রী তুলে দেন।

এ দিকে গত রোববার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ভাই মাহমুদুর রহমানের মৃত্যুতে প্রেসক্লাবের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে শোক প্রস্তাব নেওয়া হয়। প্রেসক্লাব নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।