জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে কেশবপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

42

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি শনিবার সন্ধ্যায় নিজ বাসভবনে কেশবপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন। এসময় কেশবপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি আশরাফ-উজ-জামান খান, সহসভাপতি মোল্লা আব্দুস সাত্তার, হাজী রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান টুলু, এম আর মঈন, কোষাধ্যক্ষ সামছুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহীনুর রহমান, পাঠাগার সম্পাদক শাহিনুর রহমান, সদস্য কে এম কবির হোসেন, আব্দুর রহমান, নূরুল ইসলাম খান, রুহুল আমীন খান, আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

ওইদিন রাতে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক উপজেলার হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, শেখ এবাদত সিদ্দিক বিপুল, দফতর সম্পাদক মফিজুর রহমান মফিজ,উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ, ছাত্রলীগের নেতা খন্দকার আব্দুল আজিজ প্রমুখ।