ছোট ছোট ব্যক্তি উদ্যোগ বাংলাদেশের ট্যুরিজমে আনতে পারে বড় পরিবর্তন

23
লাল সবুজের কথা

পাইন ভিউ নার্সারি দার্জিলিংয়ের কালিম্পং হিল স্টেশনের একটি সুপরিচিত নার্সারি যা পৃথিবীর বিরল সব ক্যাকটাসের জন্য পরিচিত। ক্যাকটাস একটি বহুবর্ষজীবী উদ্ভিদ এবং চরম প্রতিকুল পরিবেশে টিকে থাকতে সক্ষম।

জনাব মোহন এস প্রধান নামের কালিম্পংয়ের একজন অধিবাসি এই নার্সারির একক উদ্যোক্তা। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের সময় বিশেষ করে উত্তর এবং দক্ষিণ আমেরিকা থেকে ক্যাকটাসের বিভিন্ন প্রজাতি সংগ্রহ করেন এবং তার নিজ বাড়ীতে ২ একর জায়গায় এই নার্সারি প্রতিষ্ঠা করেন।

প্রায় ১৫০০ প্রজাতির ক্যাকটাস এখানে পাওয়া যায় এবং এটি এখন সমগ্র এশিয়ার মধ্যে ক্যাকটাসের বৃহত্তম সংগ্রহশালা। নিতান্তই শখের বসে খুবই সীমিত পরিসরে গড়ে ওঠা ক্যাকটাসের এই সৌন্দর্য দেখার জন্য সারা পৃথিবীর মানুষ এখানে আসে যা এখন দার্জিলিংয়ের একটি কোটি টাকার ট্যুরিষ্ট স্পটে পরিনত হয়েছে। এই ধরনের উদ্যোগ নিতে পারলে বাংলাদেশে ট্যুরিজমের পরিধী বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভভ।

লেখকঃ- সরদার মোঃ শাহিন

সূত্রঃ- ফেসবুক