ছাত্রলীগের নতুন সভাপতি শোভন, সাধারণ সম্পাদক রব্বানী

75

ন্যাশনাল ডেস্ক: মো. রেজানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ২ বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই কমিটি অনুমোদন করেছেন। সভানেত্রীর পক্ষে কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি:

সভাপতি: মো. রেজানুল হক চৌধুরী শোভন

সাধারণ সম্পাদক: গোলাম রাব্বানী

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা:

সভাপতি: সাদ্দাম হোসাইন

সাধারণ সম্পাদক: সঞ্জিত চন্দ্র দাস

ঢাকা মহানগর ( উত্তর ):

সভাপতি: মো. ইব্রাহিম

সাধারণ সম্পাদক: সাইদুর রহমান হৃদয়

ঢাকা মহানগর(দক্ষিণ ):

সভাপতি: মেহেদী হাসান

সাধারণ সম্পাদক: মো. জোবায়ের আহমেদ

গত ১২ মে কমিটি ঘোষণা ছাড়াই ছাত্রলীগের কাউন্সিল শেষ হয়েছিল। এরপরে লম্বা সময় ধরে যাচাই বাছাই শেষে এই কমিটি ঘোষণা করা হলো।